স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট ফকিরহাটের অংশ হিসেবে বেতাগা ইউনিয়ন পরিষদের নিন্মোক্ত সেবা সমূহ বর্তমানে ডিজিটাইজেশন হওয়ার কারণে, সেবা প্রাপ্তির ক্ষেত্রে সেবা গ্রহীতাকে অবশ্যই betaga.upsheba.com ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ এবং মোবাইল ফোন অবশ্যই সাথে থাকতে হবে।
বেতাগা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত অনলাইন সেবা সমূহ হচ্ছে ঃ
১. নাগরিক সনদের আবেদন।
২. ট্রেড লাইসেন্স সনদের আবেদন।
৩. চারিত্রিক সনদের আবেদন।
৪. প্রত্যয়ন পত্র।
৫. জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রত্যয়ন।
৬. বিবাহিত সনদের আবেদন।
৭. রিনিউ ট্রেড লাইসেন্স।
৮. একই নামের প্রত্যয়ন।
উপরোক্ত সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে betaga.upsheba.com ওয়েবসাইটে গ্রাহক নিবন্ধনের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই বাছাই সাপেক্ষে চেয়ারম্যানের অনুমোদনের পর উপরোক্ত সেবা সমূহ অনলাইনে পাওয়া যাবে।
বি:দ্র: অনলাইন সেবা প্রাপ্তির ক্ষেত্রে চার্জ প্রযোজ্য
প্রয়োজনে: ০১৭৪৩১৯৬৩১২ (ঢালী মাহবুবুর রহমান, ইউপি সচিব)
০১৭৩১৬৪০০২৭ (উদ্যোক্তা)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS