বেতাগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা-২০২২
বেতাগা ইউনিয়নের ধনপোতা ৩ নং ওয়ার্ডের অসহায় একটা প্রতিবন্ধী ছেলে উন্মুক্ত ওয়ার্ড সভাতে মাইক্রোফোন হাতে নিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল আমার একটি ভাঙ্গা ঘর আছে মাটির দেওয়ালে, তার একপাশে ইদুরে ভেঙে ফেলছে,আর একপাশ ভেঙে যাচ্ছে। আর বৃষ্টি হলে ঘরে পানি পড়ে,আমার আব্বা ছিল প্রতিবন্ধী আব্দুল হালিম শেখ,আমিও প্রতিবন্ধী, আমার বৃদ্ধ মাকে নিয়ে কোন কাজ করতে পারিনা,অনেক কষ্টে বেঁচে আছি।
উন্মুক্ত ওয়ার্ড সভাতেই চাইলে পাওয়া যায় বলে বড় আশা নিয়ে আপনাদের কাছে একটি থাকার জন্য ঘর চাইছি।
তখন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্বপন দাশ মাইক্রোফোন হাতে নিয়ে ছেলেটির চাহিদা অনুযায়ী জিজ্ঞাসা করলেন তোমার কি জায়গা আছে ?
ছেলেটি বলল অল্প একটু আছে।
তখন প্রধান অতিথি মহোদয় বললেন তুমি একটি ঘর পাবে।ফকিরহাট উপজেলায় ভূমিহীনদের জন্য একটি ঘর বরাদ্দ হয়েছে, ঘরটির জন্য বরাদ্দ ১ লক্ষ ৭০ হাজার টাকা। সামনে এক সপ্তাহের ভিতরে তোমার ঘরের কাজটি শুরু হবে।
আগামীকাল সকাল ৯টায় আমার বাড়িতে তোমার অথবা তোমার মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিও।
তখন ছেলেটি কেঁদে উঠলো।
আর সকলের জন্য দোয়া করল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS