Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মতবিনিময় সভা
Details

অদ্য ইং ১২/১২/২০১২ তারিখ বুধবার সকাল ১০.০০ টায় বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তেন রাজশাহী রিজিয়নের ১৮ জন বিভিন্ন ইউনিয়নের চেয়রম্যান, মেম্বর এবং এনজিও প্রতিনিধি ইউনিয়ন পরিষদের আর্থিক ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়, ইউনিয়ন পরিষদের অংশগ্রহণমূলক পরিকল্পনা ও বাজেট প্রনয়ন এবং ইউনিয়ন পরিষদের সেবা প্রদান ও পরিবীক্ষন বিষয়ক নানা কর্মসূচীতে বেতাগা ইউনিয়নের অর্জন সমূহ সরজমিনে প্রত্যক্ষ করতে এক মতবিনিময় সভা বেতাগা ইউপি চেয়ারম্যান জনাব স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বেতাগা ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত প্রতিনিধি, সচিব, ইউনিয়ন সিআইজি নির্বাহী কমিটিসহ সুশীলন, ওয়েব, আরডিআরএস এবং এসডিএলজি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ জার্জিস হুসাইন (চেয়ারম্যান, সাড়া ইউনিয়ন পরিষদ, পাবনা), মোঃ বখতিয়ার হোসাইন (চেয়ারম্যান, ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া), মোঃ আমিনুল ইসলাম কেনেডি (চেয়ারমান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ, পাবনা), মোঃ আনারুল (চেয়ারম্যান, আমদহ ইউপি, মেহেরপুর), মোঃ খোকন মোল্লা (চেয়ারম্যান, নাটোর), মোঃ নওফেল আলী মন্ডল (চেয়ারম্যান, কুসুমবা ইউপি, নওগা), মোঃ আসাবুর (চেয়ারম্যান, পদ্দবিলা ইউপি, চুয়াডাঙ্গা), মোঃ মাহাম্মুদুল হক (সিনিয়র প্রোগ্রাম অফিসার, এসডিএলজি), মিঃ গোরাঙ্গ কুমার কুন্ডু (সিনিয়র প্রোগ্রাম অফিসার, এসডিএলজি)। সফরকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- স্বপন দাশ (ইউপি চেয়ারম্যান, বেতাগা), অধ্যক্ষ বটু গোপাল দাস (সভাপতি, সিআইজি নির্বাহী কমিটি, বেতাগা ইউনিয়ন), মোঃ নাজমুল হুদা (সম্পাদক, সিআইজি নির্বাহী কমিটি, বেতাগা ইউনিয়ন), মোঃ ইউনুস আলী শেখ(সদস্য, বেতাগা ইউপি)। সফরকারীরা বঙ্গবন্ধু বনায়ন, কমিউনিটি ল্যাট্রিন ও মানসম্মত পারিবারিক ল্যাট্রিন সহ বেতাগা ইউনিয়নের বেশ কিছু কর্মসূচী পরিদর্শন করেন। স্থানীয় শাসনে জনঅংশগ্রহণ নিশ্চিত করে গণতন্ত্রকে সুদৃঢ় করতে ইউএসএআইডি এর সহায়তায় এই অন্তর্দেশ শিক্ষা সফর-২০১২ বাস্তবায়িত হচ্ছে।

Attachments
Image
Publish Date
12/12/2012