Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্মলহোল্ডার এগ্রিকালচারাল কমপিটিটিভনেস (এসএসিপি) প্রজেক্টের মধ্যবর্তী মূল্যায়ণের জন্য দাতা সংস্থা আইএফএডি’র একটি প্রতিনিধি দল বেতাগা ইউনিয়নের SACP প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী, কৃষকগ্রুপ ভিত্তিক বিভিন্ন কার্যক্রমসহ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন
Details
অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ রোজ বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস,ফকিরহাট, বাগেরহাটে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কমপিটিটিভনেস (এসএসিপি) প্রজেক্টের মধ্যবর্তী মূল্যায়ণের জন্য দাতা সংস্থা আইএফএডি’র একটি প্রতিনিধি দল বেতাগা ইউনিয়নের SACP প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী, কৃষকগ্রুপ ভিত্তিক বিভিন্ন কার্যক্রমসহ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তারা ফকিরহাটের বেতাগা ইউনিয়নের বিভিন্ন স্থানের সবজি চাষ ও বিপণন কার্যক্রম দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। এসময় ঘেরের আইলে সবজি চাষ, পানিতে সমন্বিত মাছ চাষের পদ্ধতি সরেজমিনে ঘুরে দেখেন। পোকা মাকড়ের হাত থেকে সবজি রক্ষা করতে প্রাকৃতিক বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ব্যবহার, মাটিতে কেঁচো ও গোবর সার ব্যবহারে বিষয়ে চাষিদের সাথে কথা বলেন। ইউনিয়নের অর্গানিক বেতাগা পরিদর্শন শেষে কৃষকদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রকল্প মূল্যায়ণের টিম লিডার ডন গ্রিনবার্গ (আমেরিকা), দাতা সংস্থা আইএফএডি’র প্রোগ্রাম অফিসার শান্তনু আবে (জাপান), কৃষি অধিদপ্তরের সাবেক ডিজি ও প্রকল্প পরামর্শক ড. হামিদুর রহমান, কৃষিবিদ ড. আনিসুর রহমান ( মিশন সদস্য), উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আবুল বাসার(মিশন সদস্য) , উপসচিব ড. রাজু আহমেদ(DAM), বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের পিএসও ড. পরিমল চন্দ্র সরকার, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম, সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন(DPD-SACP), এসএসিপি প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং অফিসার হাবিবুর রহমান, কারিগরি পরামর্শক ড. অনিল কুমার, বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. আজিজুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত, বেতাগা ইউপি চেয়ারম্যান শেখ ইউনুস আলী।
Attachments
Image
Publish Date
08/09/2022
Archieve Date
31/12/2036