Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
১নং বেতাগা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ওয়ার্ডসভার উন্মুক্ত সভা-২০১৪
Details

৩ এপ্রিল, ২০১৪ বৃহস্পতিবার, বিকাল ৪.০০ টায় স্থানঃ মোমতলা মন্দির প্রাঙ্গনজন অংশীদারিত্বে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকারলক্ষে ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডেরওয়ার্ডসভার উন্মুক্ত সভা-২০১৪অনুষ্ঠিত হয়।   উদ্বোধক-জনাব স্বপন দাশ,চেয়ারম্যান, ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি-জনাব ইফতেখার আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, ফকিরহাট ।বিশেষ অতিথিঃ জনাব অসিত মুখার্জী (মন্টু), সভাপতি,  বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।উপদেষ্টা-জনাবদীপিকা দাশ, সদস্য, সংরক্ষিত-৩, বেতাগা ইউনিয়ন পরিষদ।সভাপতি-জনাব বৈদ্যনাথ দাশ,সদস্য, ৭নং ওয়ার্ড, বেতাগা ইউনিয়ন পরিষদ।উক্ত ওয়ার্ডসভায় এলাকার জনগন বিভিন্ন ধরণের সমস্যা কথা তুলে ধরেন এবং উদ্বোধক-জনাব স্বপন দাশ,চেয়ারম্যান, ১নং বেতাগা ইউনিয়ন পরিষদতিনি সমস্যাগুলি নোট করেন এবং ধাপে ধাপে সমধানের অংগিকার করেন। তাছাড়া প্রধান অতিথি-জনাব ইফতেখার আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, ফকিরহাটতিনি এই বেতাগা ইউনিয়নের ওয়ার্ডসভা দেখে খুবই আনন্দিত হন এবং বাংলাদেশের অন্য কোন ইউনিয়নে এরকম ওয়ার্ড সভা হয় বলে তার মনে হয় না। সর্বপরি তিনি এই বেতাগা ইউনিয়নকে বাগেরহাট এমনকি বাংলাদেশের সেরা ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন বলে তার বিশাল বক্তব্য শেষ করেন।

Attachments
Image
Publish Date
10/04/2014