অদ্য ইং ০২ জানুয়ারী, ২০১৬ শনিবার, বিকাল ৩.০০ টায় জন অংশীদারিত্বে টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে-১নং বেতাগা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ওয়ার্ডসভা ২০১৬ শুরু হয়। উদ্বোধক ঃ জনাব স্বপন দাশ,চেয়ারম্যান, ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি ঃ জনাব ফেরদৌসী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ফকিরহাট।বিশেষ অতিথিঃ জনাব খান শামীম জামান পালাশ, চেয়ারম্যান, ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদ,। উপদেষ্টা ঃ শ্রীমতি মল্লিকা দাশ, সদস্য, সংরক্ষিত-২, বেতাগা ইউনিয়ন পরিষদ।সভাপতি ঃ জনাব কানাইলাল দাশ,সদস্য, ৬নং ওয়ার্ড, বেতাগা ইউনিয়ন পরিষদ।স্থানঃ বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রপ্রাঙ্গন।
জন অংশীদারিত্বেটেকসই উন্নয়নএবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে-
১নং বেতাগা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে
৬নং ওয়ার্ড-এর
IqvW© mfvi Db¥y³ mfv-2015-16
স্থানঃ বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রপ্রাঙ্গন।
তারিখঃ ০২ জানুয়ারী, ২০১৬শনিবার, বিকাল ৩.০০ টা।
প্রিয় ৬নং ওয়ার্ডবাসী,
শুভেচ্ছা নিন। স্থানীয় সরকার কাঠামোতে ইউনিয়ন পরিষদ একটি শক্তিশালী স্তর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা জনগনের দীর্ঘ দিনের দাবী। বিগত কয়েক বছর ধরে বেতাগা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা এ অভিযাত্রায় অনেকটা পথ এগিয়েছে। নব নির্বাচিত প্রতিনিধিরাও এর থেকে পিছিয়ে নেই। ইতিমধ্যে উম্মুক্ত বাজেট প্রদান, শতভাগ স্যানিটেশন কভারেজ, শতভাগ ট্যাক্স প্রদান, শতভাগ জন্মনিবন্ধন,উচ্চ শিক্ষা বৃত্তি প্রবর্তন,ব্যাপক বনায়ন, সুপেয় পানি ব্যবস্থাপনা ও তথ্য সেবা কেন্দ্রের সাফল্যসহ নানা কাজে জনগনের সরাসরি অংশ গ্রহন অনেকটা নিশ্চিত হয়েছে। এই ধারাকে সকল ক্ষেত্রে সম্প্রসারণ, গতিশীল ও জনগনের দোরগোড়ায় আনার উদ্যোগ নিয়েছি আমরা। পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে যাতে জনগনের সহযোগীতা ও সরাসরি অংশ গ্রহন আরো নিশ্চিত হয়; ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় করার লক্ষ্যে আগামী ০২ জানুয়ারী, ২০১৬শনিবার, বিকাল ৩.০০ টায় স্থানীয়বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রপ্রাঙ্গনেএক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।উম্মুক্ত ওয়ার্ড সভাউদ্বোধন করবেনবেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানজনাবস্বপন দাশ,প্রধানঅতিথিফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জনাব ফেরদৌসী আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খান শামীম জামান পালাশ উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এই ওয়ার্ড সভায় আমরা ৬নং ওয়ার্ডের সকল ভোটারের উপস্থিতি কামনা করি। আপনার সদয় উপস্থিতি ও অংশ গ্রহন এই গ্রামের/ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানের সম্ভাব্য উপায় খুঁজতে সহায়ক হবে।
| মল্লিকা দাশ সদস্য(সংরক্ষিত-২) ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ। | কানাইলাল দাশ সদস্য-৬নং ওয়ার্ড ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ। |
আলোচ্য সূচী
· চলতি ২০১৫-১৬অর্থ বছরের ওয়ার্ডের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে ওয়ার্ড কমিটি ও এস এস সি (স্কীম সুপারভিশন কমিটি) গঠন।
· আগামী ২০১৬-২০১৭অর্থ বছরের প্রাক বাজেট ও পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা।
· লোকাল গভা©র্নন্স সাপোর্ট প্রজেক্ট (এল.জি.এস.পি-২) এর প্রকল্প গ্রহন।
· স্বাস্থ্য সেবা, পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন নিয়ে আলোচনা।
· কৃষির উন্নয়ন, কৃষি তথ্য সেবা ও সেচ ব্যবস্থাপনা এবং অর্গানিক বেতাগা।
· হোল্ডিং ট্যাক্স বা ইউনিয়ন পরিষদ কর পরিশোধ সংক্রান্ত আলোচনা।
· জন্ম-মৃত্যু নিবন্ধন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবা সমূহ নিয়ে আলোচনা।
· চলতি ও বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন।
· বাল্য বিবাহ রোধ, শিশু শ্রম ও নারী নির্যাতন প্রতিরোধ এবং মানবাধিকার পরিস্থিতি।
· সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে আলোচনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS