Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বেতাগা দিবস-২০১৫ উদযাপন
Details

বেতাগা দিবস-২০১৫ উদযাপনঃ

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেছেন, বেতাগা ইজ দা বেষ্ট ইউনিয়ন, এটি যেনো এক টুকরো সোনার বাংলা গড়ার মডেল। তাঁরা নিজ উদ্যোগে ১৪টি স্ট্যাডিং কমিটির মাধ্যমে দেশের জন্য, দশের জন্য, জাতির জন্য, যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, তাতে এক টুকরো সোনার বাংলা গড়ার কারিগর বললে ভুল হবেনা। আমাদের সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, একা একা কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। সকলকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। রোববার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বিতীয় বেতাগা দিবস-২০১৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃত্বায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, মান সম্মত শিক্ষা, মান সম্মত স্বাস্থ্য ব্যবস্থা চালু, পরিবেশের উন্নয়ন, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু হার কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রতিবন্ধীদের উন্নয়নে প্রতিবন্ধী ফান্ড গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে নিজ উদ্যোগে যে মহতী উদ্যোগ গ্রহণ করে ইউনিয়ন বাসিকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলেছেন, তাঁর আলো সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুকেন্দু শেখর গাইন ও লখপুর গ্র“প অব কোম্পানীজ লিমিটেড এর নির্বাহী পরিচালক শিল্পপতি এসএম আমজাদ হোসেন। শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটুগোপাল দাশের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তার কিসলু, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও লখপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহাসিন, শিক্ষাবিদ দাশ শিশির কুমার শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম, সমাজ সেবক বোরহান উদ্দিন আহম্মেদ, মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ।

এসময় শিক্ষক, সাংবাদিক, ডাক্তার ইমাম পুরোহিত সমাজ সেবকসহ সুশিল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৭জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য আধুনিক বেতাগা গড়ার লক্ষ্যে এসডিজিএস অর্জনে বেতাগা ইউনিয়ন পরিষদ ইতিমধ্যে শতভাগ রাস্তা পাকা করণ, শতভাগ বিদ্যুতায়ন, শিশু মৃত্যু মাতৃমৃত্যুর হার জিরো ডলারে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, নিজস্ব অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ শুরু, কৃষিতে বিপ্লব ঘটাতে অর্গানিক বেতাগা নির্মাণ, শিক্ষা বিস্তারে ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা সম্প্রসারন প্রকল্প চালু, প্রতিবন্ধী উন্নয়নে ফান্ড গঠন, বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নসহ নারীর ক্ষমতায়নে ব্যাপক কার্যক্রম গ্রহন ও তা বাস্তবায়ন, ছাড়াও মান সম্মাত স্বাস্থ্য ব্যাবস্থ্য চালু ও পরিবেশ সেক্টরে ব্যাপক উন্নতি স্বাধন করায় জাতিসংঘসহ ১৭টি রাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনারে ইউপি চেয়ারম্যান স্বপন দাশ অংশ গ্রহণের সুযোগ পেয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসাবে সংবর্ধিত হয়েছেন। যে কারণে বেতাগা ইউনিয়ন দেশের শ্রেষ্ট মডেল হিসাবে দেশ বিদেশ স্বীকৃতি অর্জন করেছে।

ইকবাল হোসেন, ডিজিটাল সেন্টার, বেতাগা ইউনিয়ন, ফকিরহাট, বাগেরহাট।

Attachments
Image
Publish Date
15/11/2015