বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের বারবার নির্বচিত চেয়ারম্যান স্বপন দাশ আবারো জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি পরপর ১০ম বারের মত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পক্ষ হতে পাঠনো এক মোবাইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। কর্মদক্ষতা ও মূল্যায়ন বিষয়ে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে মনোনিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
জানা গেছে, ১৯৮৮সালে তিনি প্রথম বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৯৯০সালে পদত্যাগ করেন। এর পর ১৯৯৮সাল হতে ২০০৩সাল, ২০০৩সাল হতে ২০১১ সাল, ২০১১সাল হতে ২০১৫ পর্যন্ত সময়ের মধ্যে তিনি পরপর ৪বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি পরপর ১০ম বারের মত পূনঃরায় জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি প্রথম জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন ২০০৫-২০০৬ অর্থ বছরে। এদিকে পরপর ১০ম বারের মত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি অসিত মুখ্যাজী মন্টু, শহীদ স্মূতি ডিগ্নী কলেজের প্রিন্সিপাল সেখ মশারেফ হোসেন, ভাইস প্রিন্সিপাল রুমা রানী নন্দী, পিলজংগ ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিংকু চক্রবর্তীসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া রামপালের সদর ইউপির চেয়ারম্যান মোঃ বজলুর রহমান ২য়, এবং মংলার চাদপাই ইউপির চেয়ারম্যান মোঃ তারেকুল ইসলাম ৩য় স্থান অর্জন করেছেন।
মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ১নং বেতাগা ইউনিয়ন, ফকিরহাট, বাগেরহাট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS