আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৪
বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী সমাবেশ
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৪ উপলক্ষে বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩ ডিসেম্বর, ২০১৪ সকাল ১০ টায় পরিষদ চত্ত্বরে ‘‘টেকসই উন্নয়ন-প্রযুক্তি প্রসারণ’’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এক প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী অনুষ্ঠানে প্রতিবন্ধীদের প্রতি আরও দায়বদ্ধতা, মানবিক আচরণ, তাদের অধিকার সুরক্ষা, অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক ভাবে সংশ্লিষ্ট বিষয় ও চ্যালেঞ্জসমূহ তুলে আনতে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।
বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশেরসভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অসীম কুমার সমাদ্দার। ইউপি সদস্য মোঃ ইউনুস আলী শেখ এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ বটুগোপাল দাশ, দাশ শিশির কুমার, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, দি হাঙ্গার প্রজেক্টের বাগেরহাট জেলা সমন্বয়কারী উত্তম কুমার দত্ত, সুশীল সমাজের দুলাল চন্দ্র দাশ, প্রদ্যুৎ কুমার দাশ, মোঃ একরাম শেখ, নিখিল চন্দ্র দাশ, শেখ বোরহান আহম্মেদ, হেনারা বেগম, ইউপি সদস্য মল্লিকা দাশ ও দিপংকর দাশ। প্রতিবন্ধীদের জীবন যুদ্ধের বর্ননা দেন শারিরীক প্রতিবন্ধী মেহেদী হাসান, নাদিরা খাতুন, মনোয়ারা বেগম, নলিনী বৈরাগী, বিউটি মজুনদার, দৃষ্টি প্রতিবন্ধী ইন্তাজ ফকির, মোঃ নজরুল ইসলাম, মিরাজুল ইসলাম, শাহেদা বেগম, মাবিয়া বেগম, ফাতেমা বেগম। প্রতিবন্ধীদের বক্তব্যে উঠে আসে প্রতিকূলতা ও অমানবিকতার এক বিভৎস্য চিত্র।তখন সমাবেশে উপস্থিত অনেককে কন্নায় ভেংগে পড়তে দেখা যায়।
সমাবেশে ৩২ জন ভাতাভোগী উপস্থিত ছিলেন। নতুন ভাতার কার্ড পাওয়া৩ জনের মধ্যে বই বিতরন করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের থেকে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ৫ টি সাদাছড়ি প্রদান করা হয়। সমাবেশে ২০১৪-২০১৫ অর্থ বছরে নতুন ১০ জনের ভাতা প্রদান করা হবে,তাদের নাম ঘোষিত হয়।প্রায় ১৮০ জন প্রতিবন্ধী এই সমাবেশে উপস্থিত হন। সমাবেশে প্রতিবন্ধীতাবান্ধব স্যানিটেশন,পানি ব্যবস্থাপনা, সরকারী-বেসরকারী সকল ভবনে তাদের প্রবেশের ব্যবস্থা, রিসোর্স সেন্টার গড়া, এদের উন্নয়নে ইউনিয়ন পরিষদের উদ্যোগে তহবিল গড়া ও মানবিক সাহায্যেরদাবী উত্থাপিত হয়। প্রতিবন্ধীদের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে সভায় অভিমত ব্যক্ত করে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নানা উদ্যোগের মাধ্যমে বেতাগা ইউনিয়ন পরিষদকে প্রতিবন্ধীবান্ধব স্থানীয় সরকার হিসাবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করা হয়।
সভায় প্রধান অতিথি ফকিরহাট উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রতিবন্ধীতা বান্ধব পানি ও স্যানিটেশন গড়ে তুলতে বিদ্যমান কাঠামো পূর্নবিবেচনার কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন। বাগেরহাট জেলায় প্রথম এধরনের সমাবেশ আয়োজনের জন্য বেতাগা ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবন্ধী মানুষসহ সকলের জন্য উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদই গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ প্রতিবন্ধীদের উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্তের কথা সভায় উপস্থাপন করেন। এরমধ্যে আগামী ২০১৫-২০১৬ অর্থ বছরে ইউপি বাজেটে, প্রতিবন্ধীদের উন্নয়নে ১,০০,০০০(এক লক্ষ) টাকা বরাদ্দ রাখা, রিসোর্স সেন্টার গড়া,প্রতিবন্ধী মানুষের বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় আনার জন্য ইউনিয়নের স্থায়ী কমিটি সমূহে তাদের সদস্য করা, প্রতিবন্ধীদের কল্যান ও উন্নয়ন তরান্বিত করতে ইউপি আইনের ৪৫(২) ধারা মোতাবেক অতিরিক্ত পৃথক স্থায়ী কমিটি গঠন, স্থায়ী কমিটির মাধ্যমে উন্নয়ন তহবিল গঠন উল্লেখযোগ্য।
সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচিত প্রতিনিধিরা ইউনিয়নের সকল প্রতিবন্ধীদের প্রত্যেককে দেওয়ার জন্য ৩ দিনের মধ্যে দুই শতাধিক শীত বস্ত্র(কম্বল) দেওয়ার প্রতিশ্রুতি দেন। সভায় শারীরিক প্রতিবন্ধী বেতাগার গর্ব মেহেদী হাসানসম্প্রতিঅনুষ্ঠিত সার্ক গেমস্ এ প্রতিবন্ধীদের টেবিল টেনিস প্রতিযোগিতায় রৌপ পদক পাওয়ায় তাকে বেতাগা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুরষ্কৃত ও সম্মাননা জানানো হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS