অদ্য ১৯ সেপ্টেম্বর- ২০১৪ খ্রিঃ, সময়ঃ সকাল ১০.০০ টা,বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর হলরুম। বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিল্পপতি মোঃ আব্দুল জববার মোল্লা বৃত্তি , শিল্পপতি এস, এম, আমজাদ হোসেন বৃত্তি, শিক্ষানুরাগী হৃদয় রঞ্জন দাশ বৃত্তি ও ডাঃ আবু তালেব বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান-২০১৪এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব স্বপন দাশ, সভাপতি, বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্প ও চেয়ারম্যান বেতাগা ইউনিয়ন পরিষদ,প্রধান অতিথি ঃড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়,বিশেষ অতিথি ঃ জনাব মোঃ মাহাবুবুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার, ফকিরহাট, প্রফেসর ডঃ আহম্মেদ আহসানুজ্জামান,সভাপতি, শিক্ষক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয়,নাব মোঃ আব্দুল জববার মোল্লা, বিশিষ্ট শিল্পপতি ওপরিচালক,সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ, জনাব এস, এম, আবুল হোসেন,ব্যবস্থাপনা পরিচালক , লখপুর গ্রুফ অব কোম্পানিজ-এবং চেয়ারম্যান লখপুর ইউনিয়ন পরিষদ,প্রফেসর ডঃ রামেশ্বর দেবনাথ, বিভাগীয় প্রধান, কম্পিউটার বিজ্ঞান স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়, জনাব মোঃ নজরুল ইসলাম,সদস্য-সচিব, বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্প ও উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা, জনাব দাশ শিশির কুমার, আহবায়ক, ডাঃ আবু তালেব বৃত্তি উপ-কমিটি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মূলঘর সরঃ মাঃ বিঃ, মোসাঃ শিরিনা আক্তার,চেয়ারম্যান, ফকিরহাট ইউনিয়ন পরিষদ, জনাব পুষ্পক রঞ্জন দাশ, সাবেক ইউপি সদস্য। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, অভিভাবক সহ অনেক লোক উপস্থিত ছিল। অনুষ্ঠানে ২৯ জন ছাত্র/ছাত্রীদেরকে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS