বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচ্চতর প্রশিক্ষণ গ্রহণে নেদারল্যান্ডস যাচ্ছেন
অদ্য ০৮/১১/২০১৩ ইং তারিখ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব স্বপন দাশদুই সপ্তাহব্যাপী উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য নেদারল্যান্ডের উদ্দেশ্যে আগামী ৮ নভেম্বর ২০১৩ ইং তারিখ ঢাকা ত্যাগ করেন।তিনি সেখানে The Hague Academy for Local Governanceআয়োজিত The Local Economic Development শীর্ষক প্রশিক্ষণে অংশ নেবেন। বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী স্বপন দাশ সহ প্যালেস্টাইন, কেনিয়া, ইথিওপিয়া, নেপাল, সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, সুদান, রুয়ান্ডা, বসনিয়া-হারজগবিনা, ইউক্রেন, জর্ডান, সোমালিয়া ও নেদারল্যান্ডস সহ ১৬টি দেশের ২২ জন প্রশিক্ষানার্থী এই কোর্সে অংশ গ্রহণ করছেন। ইতিমধ্যে তিনি ইউনিয়ন পরিষদ হ’তে১লা নভেম্বর-৩০শে নভেম্বর ২০১৩ ইং তারিখ পর্যন্ত ছুটি গ্রহণ করেছেন। সরকারও তাকে প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদান করেছে।
তারিখঃ ০৮/১১/২০১৩ইং ইকবাল হোসেন
উদ্যোক্তা, UISC
বেতাগা ইউনিয়ন পরিষদ,
ফকিরহাট, বাগেরহাট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS