বেতাগা ইউনিয়ন পরিষদের
২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা
অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বেতাগা ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ২৬ মে, ২০১৫ ইং তারিখ মঙ্গলবার বিকাল ৪.০০ টায় বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের নানা পেশা ও শ্রেণীর মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সেবা প্রদানকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের নানা স্থায়ী কমিটির সদস্য-সদস্যাবৃন্দ ও শিক্ষক মন্ডলী সহ ব্যপক উপস্থিতি এই সভাকে গুরুত্ববহ করে তোলে। বাজেট সভায় বাগেরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন। উপস্থিত ছিলেন লখুপর, পিলজংগ, ফকিরহাট সদর ও বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সভায় বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ২০১৫-১৬ সালের জন্য ৭৫,৮০,২৪৬.০০ টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। যার মধ্যে ৪,৮৯,৯৫০.০০ টাকার হোল্ডিং ট্যাক্স সহ ১৪,২৭,৯৫০.০০ টাকার নিজস্ব রাজস্ব আয় দেখানো হয়েছে। ব্যয় বরাদ্দে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিবন্ধীবান্ধব স্থানীয় সরকার গঠনের নিমিত্তে প্রতিবন্ধীদের কল্যাণে ১,০০,০০০.০০ টাকা আলাদা রাখা হয়েছে। স্বপন দাশ আগামী ২০১৮-১৯ অর্থবছরে বেতাগা ইউনিয়নের বাজেট নিজস্ব অর্থায়নে করা সম্ভব হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সামাজিক সচেতনতাই হবে এর মূল ভিত্তি। কারণ-ইতোমধ্যে এই সামাজিক সচেতনতা এক ধরণের সামাজিক পূঁজির সৃষ্টি করেছে আমাদের বেতাগায়। ইউনিয়ন সিটিজেন ইন-গভার্ন্যান্স ফোরামের সভাপতি অধ্যক্ষ বটুগোপাল দাসের সঞ্চালনায়এই বাজেট সভায় স্বাগত বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান-১ মোঃ ইউনুস আলী শেখ। উপস্থাপিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন এলজিএসপি-২ এর জেলা সমন্বয়কারী শ্যামল কুমার রায়, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার, লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস,এম আবুল হোসেন, পিলজংগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করীম ফকির, বেতাগা ইউনিয়ন প্রতিবন্ধীতা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ তফিকুল ইসলাম, বেতাগা বাজার বণিক সমিতির সভাপতি অশোক কুমার রায়, বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের দাশ শিশির কুমার, মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন প্রমুখ। স্থানীয় বক্তারা কয়েকটি সংশোধন ও সংযোজন প্রস্তাব উপস্থাপন করেন। প্রধান অতিথি বাগেরহাটের স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম উপস্থাপিত বাজেটে মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ রাখায় সন্তোষ ব্যক্ত করে বলেন, বেতাগা ইউনিয়নের নানা অর্জণ ও উন্নয়ন প্রক্রিয়া বিশেষ করে উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্প, কৃষিতে অর্গানিক বেতাগা, পরিবেশের উন্নয়নে, ব্যপক বনায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্যানিটেশন ও সুপেয় পানি ব্যবস্থাপনা , শতভাগ বিদ্যুৎতায়ন, শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায়, ওয়ার্ডসভা কার্যক্রম সবই আজ দৃষ্টান্তে পরিণত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায় ও সকল কাজে স্থায়ী কমিটিকে সক্রিয় করণের মাধ্যমে ব্যপক জনঅংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তিনি রাজস্ব আয় বাড়াতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব করেন। তিনি বেতাগা ইউনিয়ন পরিষদের শ্রেষ্ট অর্জণগুলিকে পারস্পরিক শিখন কর্মসূচীতে অন্তর্ভূক্তির জন্য অন্যান্য ইউনিয়ন পরিষদগুলিকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথি ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম কামাল কারিম বেতাগাকে নিয়ে গর্ব করার আজকের এই পর্যায়ে চেয়ারম্যানের নেতৃত্বের প্রশংসা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বাজেট সভা উপলক্ষে প্রকাশিত বাজেট বইয়ের ভূয়শী প্রশংসা করেন। সমাপনী বক্তব্যে সভার সভাপতি স্বপন দাশ ২৭ মে, ২০১৫ তারিখে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের সবায় সংশোধিত আকারে এই বাজেট অনুমোদনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
// ইকবাল হোসেন,
ইউনিয়ন ডিজিটাল সেন্টার,
বেতাগা,ফকিরহাট, বাগেরহাট : ২৬-০৫-২০১৫ //
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS