বেতাগা ইউনিয়নে ওয়ার্ডসভার উন্মুক্ত সভা
তৃণমূলের জনগনের ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্র সূদৃঢ় হবে
ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা, নাগরিক অধিকার বাস্তবায়ন, জন-অংশীদারিত্বের মাধমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে র্দীঘদিনের চর্চা ওয়ার্ডসভার উন্মুক্ত সভা অনুষ্ঠানের কাজ শুরু হয়েছে। ১১ ডিসেম্বর, ২০১৪ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টা থেকে রাত ৮টা পর্যন্ত ১নং ওয়ার্ডের সভা মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে এই সভায় ওয়ার্ডের বাসিন্দা রেহেনা বেগম, মোমেনা বেগম, সবুরা বেগম, রীনা বেগম, মোমেনা বেগম, হারিফা বেগম, শাহীন মোল্লা, শাহজাহান শেখ, আবু তালেব, হামিদ মোল্লা, মতিয়ার রহমান ফকির, মনিরুদ্দিন শেখ, বাবর আলী, মোঃ রুহুল আমীন, বেল্লাল হোসেন, বাচ্চু শেখ, নূর ইসলাম, অমল দে, বায়েজিদ শেখ, রাহেলা বেগম, মুজিবর রহমান, রামপ্রসাদ দে, আজমল হোসেন, আগজর গাজী, গোলাম শেখ, আলী আকবর, হান্নান শেখ ও ফিরোজ শেখ এলাকায় তাদের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরে মতামত ব্যক্ত করেন। তাদের বক্তব্যে কৃষির উন্নয়নে সেচ ব্যবস্থা, গভীর নলকুপ, রাস্তা, মানসম্মত ল্যাট্রিন, বিদ্যুৎ চাহিদা ও ছেলেমেয়ের শিক্ষা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
এম, এ, দাউদ বিগত ওয়ার্ড সভায় অগ্রাধিকারের তালিকায় থাকা ১টি রাস্তা না হওয়ার কারণ এবং পুরস্কারের অর্থ উন্নয়ন কাজে ব্যয়ের নীতিমালা জানতে চান। মোঃ আফজাল হোসেন শ্যামবাগাত থেকে বেতাগা রাস্তা শুধু সংস্কার নয় প্রস্থ্য সম্প্রসারণের জন্য পরামর্শ দেন। আবু সাইদ সরদার কাজী অফিসে বাল্য বিবাহ হচ্ছে বলে অভিযোগ করেন। মোঃ শাহজাহান শেখ চোরের উপদ্রব বন্ধে ও মাদকাশক্তদের বিরেুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবী জানান।
এর আগে স্বাগত বক্তব্যে ইউপি সদস্য মোঃ ইউনুস শেখ২০১৩-১৪ অর্থ বছরে বাস্তবায়িত প্রকল্প সমূহের বোর্ডে সবার দৃষ্টি আকর্ষণ করে কোন অসংগতি থাকলে ওয়ার্ডবাসীর বক্তব্য দেওয়ার আহববান জানান। তিনি বিল বোর্ডের মাধ্যমে ওয়ার্ডের সার্বিক চিত্র তুলে ধরেন।
উদ্বোধনী বক্তব্যে বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ জনঅংশগ্রহণ কেন, সুশাসন কি এবং দারিদ্রতার কারণ ব্যাখ্যা করে বলেন, ওয়ার্ড পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতার মাধ্যমে জনগন ক্ষমতায়িত হচ্ছে, জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, সচ্ছতাও বাড়ছে। তিনি বলেন, সামাজিক ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে তৃণমূলের অংশগ্রহণ বাড়লে দারিদ্রতা হ্রাস পাবে। এভাবেই জনগনের ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্র সূদৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন। বাল্যবিবাহ রোধে ও পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কুসংস্কার ছেড়ে বেরিয়ে আসতে দৃষ্টিভংগী পরিবর্তনের তিনি আহবান জানান। তিনি ২০১৩ সালের মডেল ট্যাক্সসিডিউল অনুযায়ী ধার্য হোডিং ট্যাক্স সময় মত পরিশোধ সহ নিজস্ব তহবিল বৃদ্ধির জন্য সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অসীত মুখার্জী আগামী ২ মাসের মধ্যে ১ নং ওয়ার্ডের সকল চাহিদা মিটিয়ে শতভাগ বিদ্যুৎতায়িত ওয়ার্ড ঘোষনার অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি অর্গানিক বেতাগায় সেচ সুবিধার জন্য বিদ্যুৎ লাইন শীঘ্রই নির্মাণ হবে বলে ওয়ার্ড সভাকে আস্তস্থ করেন। তিনি স্পষ্টভাবে স্বীকার করেন ওয়ার্ড সভার চর্চা ছিল বলেই -২০১৫ সালের প্রথম দিকে বেতাগা ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়নে রুপান্তরিতকরা সম্ভব হচ্ছে।
ওয়ার্ড সভার প্রধান অতিথি ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন বলেন, ওয়ার্ড সভার কার্যকারিতা ও সচ্ছতা বেতাগাকে অনেক উচ্চতায় পৌছে দিয়েছে দাবী করে তিনি ইউপি চেয়ারম্যানের মেধার প্রসংশা করেন। তিনি ওয়ার্ড সভাকে আস্বস্থ্য করে বলেন, শীঘ্রই বেতাগাতে এনএটিপি(NATP) প্রকল্প চালু হবে ও নির্মিত হবে কৃষি বিপমন কেন্দ্র। অর্গানিক বেতাগা সমগ্র বাগেরহাট জেলার রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত এক দৃষ্টান্তে পরিণত হচ্ছে বলে তিনি দাবী করেন। এজন্য তিনি ইউনিয়ন পরিষদ ও স্থানীয় উৎসাহী কৃষকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কৃষকদের এবছরের সূর্যমুখীর উৎপাদিত তৈল বীজ বাজারজাত করণের প্রয়োজীয় ব্যবস্থার প্রতিশ্রুতি দেন।
আজাদুল ইসলামের সঞ্চালনায় দুই শতাধিক ওয়ার্ডবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই ওয়ার্ডসভার উন্মুক্ত সভায় আরও বক্তব্য রাখেন পার্শ্ববর্তী পিলজংগইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, বেতাগা ইউনিয়ন সিটিজেন ইন গভার্ন্যান্স (সিআইজি)-এর সভাপতি অধ্যক্ষ বটুগোপাল দাস, সম্পাদক মোঃ নাজমুল হুদা, ওয়ার্ড সভার উপদেষ্টা সংরক্ষিত-১ এর মহিলা সদস্য ছাপারা বেগম, ইউপি সদস্য মল্লিকা দাশ। সভায় বেতাগা ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যা, সরকারি সেবাপ্রদানকারী ইউনিয়ন পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মন্ডল, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ কল্পনা দাশ, উন্নয়ন সহযোগী বেসরকারী সংস্থা জেজেএস এর সমন্বকারী গোপাল রাহা, রাজনীতিক দুলাল দাশ সহ স্থানীয় বিদ্যালয় সমূহের শিক্ষকবৃন্দউপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS