পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ
২০১২-২০১৩ অর্থ বছরে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্প সমূহঃ
ওয়ার্ড নং-০১
1. মাসকাটা ডিয়ের পাড় মোতালেব শেখের বাড়ী হইতে মিজান শেখের বাড়ী রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
2. মাসকাটা শাহজাহান শেখের বাড়ী হইতে লুৎফর শেখের বাড়ী রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
3. মাসকাটা পূর্বপাড়া ও মধ্যপাড়া মসজিদ সংস্কার।
4. মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের আসবাব উন্নয়ন ও গৃহ সংস্কার।
5. মাসকাটা আবুল মোলার দোকান হইতে মাসকাটা বিল পর্যন্ত রাস্তা পুণঃ নির্মাণ।
6. মাসকাটা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের ল্যাট্রিন সংস্কার।
ওয়ার্ড নং-০২
1. মাসকাটা শের আলীর বাড়ীর সামনে থেকে আজগর শেখের বাড়ী অভিমুখে ইটের সোলিং নির্মাণ।
2. মাসকাটা ইবারাত শেখের বাড়ী হইতে ঠাকুরদাস মাষ্টারের বাড়ীর রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
3. জলাবদ্ধতা নিরসনে বেনাপোড়া বিল হইতে আমিনউদ্দিন শেখের পুকুর সন্নিকটেরকালভার্ট পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ।
4. মাসকাটা দক্ষিনপাড়া জামে মসজিদ উন্নয়ন।
5. মাসকাটা উত্তরপাড়া ঈদগাহ উন্নয়ন।
6. ধনপোতা-মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাট্রিন নির্মাণ।
7. মাসকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ল্যাট্রিন সংস্কার।
ওয়ার্ড নং-০৩
1. ধনপোতা দক্ষিনপাড়া খানজাহান আলী রাস্তার অসমাপ্ত অংশে ইটের সোলিং নির্মাণ।
2. ধনপোতা রাহাজদ্দিনের বাড়ী থেকে হালদার বাড়ী রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
3. ধনপোতা বড়বাড়ী জামে মসজিদ থেকে জাইকা রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
4. ধনপোতা হুলা শওকতের বাড়ী হইতে আকলিমার বাড়ী রাস্তায় ইটের সোলিং নির্মাণ ও হাবিব মাষ্টারের বাড়ীর সামনে ইটের সোলিং নির্মাণ।
5. ধনপোতা বড়বাড়ী খোকনের দোকান হতে আফজালের বাড়ী হয়ে বড়বাড়ী জামে মসজিদ পর্যন্ত রাস্তামাটি দ্বারাউন্নয়ন।
6. ধনপোতা পশ্চিম পাড়া জামে মসজিদ উন্নয়ন।
7. ধনপোতা পালপাড়া শ্মশাণ ঘাট উন্নয়ন।
8. ধনপোতা পালপাড়া সাবর্বজনীন কালিমন্দির লাইব্রেরী উন্নয়ন।
9. ধনপোতা পশ্চিমপাড়া পুরাতন ঈদগাহ উন্নয়ন।
10.ধনপোতা-মাসকাটা দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসায় ল্যাট্রিন নির্মাণ।
ওয়ার্ড নং-০৪
1. চাকুলী আশ্রয়নে ১, ২ ও ৩ নং ব্যারাকের সামনে ইটের সোলিং নির্মাণ।
2. চাকুলী দাশপাড়ায় নির্মল দাশের বাড়ী থেকে সুকচাঁন দাশের বাড়ী পর্যন্ত ইটের সোলিং নির্মাণ।
3. চাকুলী পূর্ব পাড়া জামে মসজিদ উন্নয়ন।
4. চাকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ল্যাট্রিন নির্মাণ।
5. চাকুলী কবরখানার দেওয়াল নির্মাণ।
6. চাকুলী আশ্রয়ন মসজিদ উন্নয়ন।
ওয়ার্ড নং-০৫
1. বেতাগা হরেন দাশের বাড়ী হইতে বেতাগা জি. সি. রোডের অসমাপ্ত অংশে ইটের সোলিং নির্মাণ।
2. বিশ্বাসপাড়া মসজিদের সামনে ইটের সোলিং নির্মাণ।
3. অলক দেবনাথের বাড়ীর সামনের রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
4. বিশ্বাসপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ।
5. বড় গাছতলা হরিমন্দির সংস্কার।
6. বেতাগা বাজারের পানি নিষ্কাশনের জন্য পাকা ড্রেন নির্মাণ।
7. বেতাগা বাজার- দিপালী মেম্বরের বাড়ী ভায়া শীতলা মন্দির রাস্তার অসমাপ্ত অংশে ইটের সোলিং নির্মাণ।
8. বেতাগা জি.সি. সড়ক হইতে কালিপ্রসাদ মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
ওয়ার্ড নং-০৬
1. বেতাগা হালদারপাড়া হইতে বেতাগা পশুসম্পদ সাবসেন্টার পাকা রাস্তার সংযোগ সড়কে ইটের সোলিং নির্মাণ।
2. বেতাগা বাজার (জগদীশের বাড়ী) হইতে চাকুলী রাস্তার অসমাপ্ত অংশে ইটের সোলিং নির্মাণ।
3. বেতাগা আনন্দ গোসাইয়ের বাড়ী হইতে জয়পুর রাস্তার অসমাপ্ত অংশে ইটের সোলিং নির্মাণ।
4. বেতাগা ইউনিয়ন সাবর্বজনীন নাটমন্দির উন্নয়ন।
5. জয়পুর বেতাগা জামে মসজিদ উন্নয়ন।
6. জলাবদ্ধতা নিরসনে বেতাগা ইউনিয়ন পরিষদের পাশে পাকা ড্রেন নির্মাণ।
7. বেতাগা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের আসবাব সংস্কার।
8. বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ল্যাট্রিন নির্মাণ।
9. কালিবাড়ী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ল্যাট্রিন নির্মাণ।
ওয়ার্ড নং-০৭
1. নিকলেপুর দাত্নেমারী রাস্তার অসমাপ্ত অংশে ইটের সোলিং নির্মাণ।
2. চাতকপুর স্কুলে মানসম্মত ল্যাট্রিন নির্মাণ।
3. গোলাবাড়ী হইতে চট্কাবাড়ী রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
4. বেতাগা মোমতলা মন্দির উন্নয়ন।
ওয়ার্ড নং-০৮
1. তালবাড়ী পশ্চিমপাড়া মাদ্রাসা হইতে জামে মসজিদ রাস্তার অসমাপ্ত অংশে ইটের সোলিং নির্মাণ।
2. ষাটতলা প্রকৌঃ গোপাল দেবনাথের বাড়ীর পার্শ্ব হইতে ছোট গাছতলা রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
3. ষাটতলা অরবিন্দু দাশের বাড়ী হইতে বড় গাছতলা রাস্তায় ইটের সোলিং নির্মান
4. শহীদ কামরুজ্জামান সড়ক হইতে রাজ্জাক মেম্বরের বাড়ী রাস্তার সংযোগ সড়কে ইটের সোলিং নির্মাণ।
5. ষাটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ল্যাট্রিন সংস্কার।
6. চুলকাটি-ষাটতলা সড়ক হইতে নিতাই দেবনাথের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
ওয়ার্ড নং-০৯
1. বিঘাই সুপদ হালদারের বাড়ী হইতে বটতলা রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
2. ছোট কুমারখালী হইতে কুমারখালী রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
3. বিঘাই কৃপাসিন্দুর বাড়ী হইতে কাটাখালী রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
4. কুমারখালী কালিতলা হইতে ওয়াপদা গেট রাস্তায় ইটের সোলিং নির্মাণ।
5. বিঘাই শ্মশাণ ঘাট উন্নয়ন।
এছাড়া-
· মানসম্মত পারিবারিক ল্যাট্রিন কর্মসূচীতে ঋণ ব্যবস্থা আরও সহজ করে ২০১২-১৩ অর্থ বছরে প্রতি ওয়ার্ডে কমপক্ষে ২০ (বিশ)টি ল্যাট্রিন নির্মাণের প্রস্তাব করা হচ্ছে।
· আগামী অর্থ বছরে বেতাগা ইউনিয়ন পরিষদ কমপেক্স ভবনের সংস্কার সহ পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।
· ২০১২-১৩ অর্থ বছরে বেতাগা তরকারি হাটের চান্দিনার সিঁড়ি সহ দোতালায় ঘর নির্মাণ করা হবে, সেখানে বেতাগা বাজার কমিটি, বেতাগা পোষ্ট অফিস ও বেতাগা ইউনিয়ন সম্মিলিত ক্রীড়া উন্নয়ন পর্ষৎকে Provide করা হবে।
· বেতাগা পাইপ লাইন ওয়াটার সাপাই প্রকল্পে আরও ৫ কিঃ মিঃ পাইপ লাইন সম্প্রসারণ করা হবে।
· যে সকল গ্রামে পাইপ লাইন যায়নি সেই সকল ওয়ার্ডে আরও ১২৮টি গভীর নলকুপ স্থাপন চুড়ান্ত করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস