Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১নং বেতাগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ওয়ার্ডসভার উন্মুক্ত সভা-২০১৪
বিস্তারিত

৩০, মার্চ, ২০১৪ রবিবার, বিকাল ৪.০০ টা মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন-এজন অংশীদারিত্বে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার লক্ষে ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডেরওয়ার্ডসভার উন্মুক্ত সভা-২০১৪  উদ্বোধক-জনাব স্বপন দাশ,চেয়ারম্যান, ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি-জনাব মোঃ মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকতা, ফকিরহাট ।বিশেষ অতিথিঃ জনাব অসিত মুখার্জী (মন্টু), সভাপতি,  বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।উপদেষ্টা- জনাবমোসাঃ ছাপারা বেগম, সদস্য, সংরক্ষিত-১, বেতাগা ইউনিয়ন পরিষদ।সভাপতি-জনাব মোঃ ইউনুস আলী শেখ,সদস্য, ১নং ওয়ার্ড, বেতাগা ইউনিয়ন পরিষদ।উক্ত ওয়ার্ড সভায় ওয়ার্ডবাসীরা বিভিন্ন ধরণের দাবী উপস্থাপন করেন এবং ইউনিয়নের বার বার নির্বাচিত সম্মানীত চেয়ারম্যন জনাব স্বপন দাশ এলাকাবাশীর দাবীগুলো নোট করেন এবং পর্যায়ক্রমে দাবীগুলি পুরনের অঙ্গীকার করেন।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
01/04/2014