বেতাগা দিবস-২০১৪
বেতাগা ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সম্প©র্ক ইউনিয়নবাসী, পার্শ্ববর্তী জনপদ ও সুধী সমাজকে অবহিত করার উদ্দেশ্যে ১৫ নভেম্বর, ২০১৪ খ্রিঃ শনিবার প্রথমবারের মত বেতাগা দিবস উদ্যাপিত হয়েছে। বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০.০০ টা হতে দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ১৩টি স্থায়ী কমিটি স্টল দিয়ে তাদের কার্যক্রম প্রদর্শন করেছে। এতে ইউনিয়ন কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটি স্টল, স্যানিটেশন ও পয়ঃনিস্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির স্টল, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটির স্টল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংক্রান্ত স্টল সবার নজর কেড়েছে। সবচেয়ে আকর্ষণীয় ছিল অর্গানিক বেতাগার স্টল। সকাল থেকে বেতাগা ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ব্যপক দর্শনার্থী ভিড় জমায়। বিকাল ৩.০০ টা থেকে শুরু হয় হা-ডুডু, দড়াটানা ও লাঠিখেলারপ্রতিযোগিতা। উপচে পড়া ভিড়ে মানুষ আরও উপভোগ করে ইউনিয়নের ছেলে-মেয়েদের নাচ ও গান।এক অর্থে বেতাগা দিবস সামগ্রিকভাবে বেতাগাকে তুলে ধরার একটা প্রয়াস হিসাবে আবির্ভূত হয়।
বিকাল ৫.০০ টায় শুরু হয় আলোচনাসভা ও সম্মাননা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সি,টি) উপ-সচিব মোঃ শাহ্ আলম সরদার, বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহবুর রহমান শেখ, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করীম ফকির, পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অসীত কুমার মুখার্জী (মন্টু), জাতীয় পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক দাশ শিশির কুমার, বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সদস্য-সচিব মোঃ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
অনুষ্ঠানে দি গ্লোবাল হাঙ্গার প্রজেক্ট-এর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার নিউইয়র্ক কনভেশনেযোগদান শেষে সদ্য দেশে ফেরা বেতাগা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান, বেতাগার অনেক অর্জনের সফল কারিগর স্বপন দাশ-কে আধুনিক বেতাগার রূপকারহিসেবে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।পাশাপাশি বেতাগার আধুনিকায়নে বিভিন্ন অঙ্গনে যাঁরা অবদান রেখেছেন বা এখনও অবদান যুগিয়ে যাচ্ছেন এমন ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-মুক্তিযুদ্ধে শহীদ সুনীল দাশ(মরনোত্তর), শহীদ হরিদাস মজুমদার(মরনোত্তর), আহত মুক্তিযোদ্ধা লক্ষ্মীকান্ত দাশ, কৃষিতে মোঃ ইনছান উদ্দিন শেখ(ধান উৎপাদন), অনন্ত হালদার(সবজী উৎপাদন), মহেন্দ্রনাথ দাশ(কৃষি প্রযুক্তি), প্রানি সম্পদে অরুপ দেবনাথ(পোল্ট্রি), মৎস্য চাষে পুষ্পল দাশ, অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে শেখর রঞ্জন দাশ(ব্যবসা), হাফিজা বেগম(নারী উদ্যোক্তা), নারী ও শিশু কল্যাণে মুসলিমা বেগম (বাল্য বিবাহ প্রতিরোধ), বুলু আক্তার(শ্রমজীবি নারী), শিক্ষায় অসীম বিশ্বাস(শ্রেষ্ট শিক্ষক), হাওয়া বেগম(শ্রেষ্ট শিক্ষিকা), বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়(শ্রেষ্ট মাধমিক বিদ্যালয়), বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় (শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়), স্বাস্থ্যে আফরোজা বেগম(স্বাস্থ্য সহকারী), পরিবার পরিকল্পনায় লীলাদেবনাথ(এফ, ডুব্লুউ, এ), স্যানিটেশনে মোঃ সোহরাব শেখ(পরিচ্ছন্ন বাড়ী), পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়(পরিচ্ছন্ন প্রতিষ্ঠান), কর প্রদানে সুকুমার দাশ (সর্বোচ্চ করদাতা), মোঃ ফজলুর রহমান শিকারী(নিয়মিত করদাতা), ক্রীড়া ও সংস্কৃতিতে মোঃ ইমরুল হাসান(ফুটবল), পরিবেশ সংরক্ষণে সোনারতরী বনায়ন সমিতি, কর্মসংস্থান সৃষ্টিতে এস, এম, আবুল হোসেন, ষ্ট্যান্ডিং কমিটিতে মোঃ ইউনুস আলী শেখ (সভাপতি, কৃষি, মৎস্য, প্রনিসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক বিষয়) সংক্রান্ত ষ্ট্যান্ডিং কমিটি, জন্ম-মৃত্যু নিবন্ধনে দুলাল চন্দ্র দাশ(লিপিবদ্ধকারী), আইন শৃঙ্খলা রক্ষায় দফাদার মোঃ আবুল হোসেন ঢালী, সেবা প্রদানে প্রদীপ কুমার মন্ডল(উপ-সহকারী কৃষি কর্মকর্তা) ও এস, এম, দাউদ আলী(সচিব-বেতাগা ইউপি)।
অতিথিবৃন্দ ছাড়া সভায় বক্তব্য রাখেন বেতাগা দিবস উদ্যাপন কমিটির আহবায়ক মোঃ ইউনুস আলী শেখ, রাজনীতিক মোঃ তফিকুল ইসলাম শেখ, সমাজসেবী শেখ বোরহান আহম্মেদ ও সাংবাদিক পংকজ কর্মকার। অনুষ্ঠানটি উপস্থাপন করেন-শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটুগোপাল দাস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস