Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১নং বেতাগা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ওয়ার্ডসভার উন্মুক্ত সভা-২০১৪
বিস্তারিত

১৬ এপ্রিল, ২০১৪ বুধবার, বিকাল ৪.০০ টায়ধনপোতা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রাঙ্গনে  জন অংশীদারিত্বে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার লক্ষে  ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের

ওয়ার্ডসভার উন্মুক্ত সভা-২০১৪অনুষ্ঠিত হয়। সভায়  উদ্বোধক-  জনাব স্বপন দাশ,চেয়ারম্যান, ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি-জনাব মোঃ ইকরামুল কবীর, উপজেলা প্রকৌশলী, ফকিরহাট ।বিশেষ অতিথি-জনাব মোঃ আহম্মাদুল কবীর আকন, আঞ্চলিক সমন্বয়কারী, এসডিএলজি প্রজেক্ট, জনাব মোঃ রেজাউল করীম ফকির, চেয়ারম্যান, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ।উপদেষ্টা-জনাবছাপারা বেগম, সদস্য, সংরক্ষিত-১, বেতাগা ইউনিয়ন পরিষদ।সভাপতি-  জনাব মোঃ আলমগীর শেখ,সদস্য, ৩নং ওয়ার্ড, বেতাগা ইউনিয়ন পরিষদ।উক্ত ওয়ার্ড সভার সভায় অত্র এলাকার বাসিন্দারা তাহাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন এবং ইউনিয়নের চেয়ারম্যান জনাব স্বপন দাশ উক্ত সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন সে সব বিষয়ে বিশাদ বর্ণনা দেন।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
13/05/2014