বেতাগার স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সভা অনুষ্ঠিত
জনঅংশগ্রহণে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন কায়েমের লক্ষে প্রতিবারের ন্যায় বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯নং ওয়ার্ডের বিঘাই শ্রীরামকৃষ্ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে১৮ জানুয়ারী-২০১৪ বিকাল ৪.০০ টায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত ওয়ার্ড সভা। প্রায় দুইশতাধিক ওয়ার্ডবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জলাবদ্ধতা, সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর উপকারভোগী নির্বাচন, রাজস্ব আয় বৃদ্ধিসহ উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের নানা দিকের আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
ওয়ার্ডের ইউপি সদস্য অজয় কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উন্মুক্ত ওয়ার্ডসভার উদ্বোধন করেন বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, প্রধান অতিথি ছিলেন এল,জি,এস,পি এর বাগেরহাট জেলা ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, উন্নয়ন সহযোগী সংগঠন সুশীলনের রেজাউল করীম, জে,জে,এস, এর গোপাল রাহা, ওয়ার্ড সভার উপদেষ্টা দীপিকা দাশ, ইউপি সদস্য মোঃ ইউনুস আলী শেখ ও শ, ম, মোস্তাফিজুর রহমান। স্থানীয় সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা তারাপদ বিশ্বাস, কৃপাসিন্ধু বিশ্বাস, দীপ্তি রানী শীল, বিষ্ণুপদ বিশ্বাস, অমেলা তরফদার, চৈতন্য রায়, কৃষ্ণপদ তরফদার, বাসন্তী বিশ্বাস, দীনবন্ধু বিশ্বাস, মন্ডল ক্ষীরোদ চন্দ্র , অনন্ত হালদার, মাধুরী বসু, রুহিনী পোদ্দার ও শিক্ষক দেবপ্রসাদ হালদার প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস