তৃণমূলে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণতন্ত্র সুদৃঢ় হবে
শেখ কামরুজ্জামান টুকু
সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে তৃণমূলে জবাবদিহিতা নিশ্চিত করাকে গণতন্ত্রেরঅগ্রগতি বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। গত ২৮ জানুয়ারী ২০১৪ বিকাল ৫.০০ টায় ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ আয়োজিত ৪নং ওয়ার্ডে জনঅংশগ্রহণে ওয়ার্ড সভার মাধ্যমে পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বেতাগা ইউনিয়নের এই ওয়ার্ডসভাকে অভূতপূর্ব অভিজ্ঞতা বলে উল্লেখ করেন। চাকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের তিন শতাধিক ওয়ার্ডবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জলাবদ্ধতা, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী নির্বাচন, সুপেয় পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, রাজস্ব আয় বৃদ্ধিসহ উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের নানা দিকের আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শ, ম, মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উন্মুক্ত ওয়ার্ড সভার উদ্বোধন করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল শিকারী বীর প্রতীক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেনশেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, উন্নয়ন সহযোগী জেজেএস-এর গোপাল রাহা, ওয়ার্ড সভার উপদেষ্টা ইউপি সদস্যা মল্লিকা দাশ, ইউপি সদস্য মোঃ ইউনুস আলী শেখ। বিভিন্ন দাবী স্থানীয়- সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বক্তব্য রাখেনঃআঃ হাই মোল্লা, ফজলুর রহমান শিকারী, আলামীন শেখ, আম্বিয়া বেগম, সোনিয়া বেগম, আফজাল শিকারী, ওবায়দুল মোল্লা, জরিনা বেগম, আছিয়া বেগম, সিরাজুল ইসলাম, কুলছুম বেগম, কাওছার শেখ, মুজিবর সরদার, খানজাহান আলী শেখ, আজিজ মোল্লা, নিতাই দাশ, আজমিরা বেগম, জ্যোৎস্না বেগম, সালেহা বেগম, মোকছেদ আলী, খাদিজা বেগম, দাউদ সরদার, আঃ রউফ, সোহান শেখ, আমজাদ শিকারী, জাকির হোসেন, সরজিৎ দাশ, পারভীন বেগম, হাসান তরফদার, নাছিমা বেগম, হাজরা বেগম, সালেহা বেগম, মাবিয়া বেগম, তাসলিমা বেগমসহআরো অনেকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস